Header Ads

Header ADS

BCS Preparation,Job Preparation,University Admission Preparation (টুকিটাকি প্রতিদিন Part Two)

সাধারন জ্ঞান ( দেশ )  :

  প্রশ্নঃ বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় ?
 উত্তরঃ ময়মনসিংহে। 

 প্রশ্নঃ দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
 উত্তরঃ বাগেরহাটে 
 প্রশ্নঃ ইলিশ মাছ এবং নদীর মাছ গবেষণা কেন্দ্র কোথায় ?
 উত্তরঃ চাঁদপুরে 
 প্রশ্নঃ White Gold কি ?
 উত্তরঃ বাংলাদেশের চিংড়ি সম্পদ 
 প্রশ্নঃ Trust Sector বলা হয় কাকে ? 
 উত্তরঃ হিমায়য়িত খাদ্যকে।

সাধারন জ্ঞান ( বিদেশ ) :

  প্রশ্নঃ কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হতো ?
 উত্তরঃ সুইজারল্যান্ড।
 
 প্রশ্নঃ বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি ? 
 উত্তরঃ চীন। (১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে ) 
 প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি ?
 উত্তরঃ চাঁদ
 প্রশ্নঃ পৃথিবীর কোন শহর বা নগরটি দুটি মহাদেশে পড়েছে ? 
 উত্তরঃ ইস্তাম্বুল (এশিয়া এবং ইউরোপ মহাদেশে )
 প্রশ্নঃ জনসংখ্যায় এশিয়ায় ছোট দেশ কোনটি ? 
 উত্তরঃ মালদ্বীপ


ইংলিশ  ( Vocabulary ) :   

 Panic = ভয় পাওয়া
 Gentle=  শান্ত
 Abandon =  ছেড়ে যাওয়া
 Myopic =  সংকীর্ণমনা
 Replicate = হুবহু

No comments

Powered by Blogger.